আসক্তির পৃথিবী (২৩৯২ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২২-০১-২০২৪ ইং
==================
এই পৃথিবী আসক্তির মাঠ
দেখলে মায়া লাগে,
সুন্দর আশ্চর্য কিছু দেখলে
ভালোবাসা জাগে।
প্রকৃতিতে কত সুদর্শন বস্তু?
সর্বশ্রেষ্ঠ মানুষজাতি,
মহান প্রভু বড় আশা করে
প্রেম দিলেন পাতিপাতি।
সেই প্রেমে যারে ছুঁইয়ে দিছে
সেই তো প্রেমের পাগল,
সেই আসক্তিতে নেশায় মত্ত
উদাহরন স্বরুপ ছাগল।
মানুষের মাঝে প্রেমের হিস্যা
সেই পরিমানে ডুকছে,
সেই নেশায় প্রেম ভালোবাসায়
তার চরণে মাথা ঠুকছে।
ফুলের মধ্যে সৌন্দর্যের আসক্তি
সুবাসের নেশায় মত্ত,
ফুল তুলে প্রেমের মালা গাঁথিবে
নারী পুরুষের তত্ত্ব।
পৃথিবীর সবাই সৌন্দর্যের নেশা
নর-নারীর ভালোবাসা,
কি যাদু দিছে নার‍্যির দেহেতে?
মনে জাগে প্রেমের নেশা।
টাকার মধ্যে কি প্রেমে লুকানো?
পাওয়ার নেশায় খুনঘুম,
স্বার্থের দুনিয়ায় বিলাসবাসনে
টাকার পিছনে চুমচুম।