আপনার খোঁজে --২ (২৫৮০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৩-০৮-২০২৪ ইং
==============
জীবন চক্র রাস্তায় উঠিলেও
তবু সময় চলতে থাকে,
শেষ বয়সে ক্লান্তি আসিলেও
দীর্ঘশ্বাসে মনটা রাখে।

শেষ বিকেলে আঁধার  নামে
দেহে ভীষণ চুপিসারে,
আমার সব স্মৃতি হারিয়ে যায়
টুকরো কথার ভীড়ে।

মৌনতা আমায় দেয় যে আলো
প্রানে জাগে সজীবতা,
আমি বেছে নিলাম নি:সঙ্গতা
জীবনটা হবে সহজতা।

রোজ নিশীথে মনে মনে ভাবি
লিখবো প্রেমের কবিতা,
একবার যদি কাছে এসে বসো
আমি হবো কত মুগ্ধতা।

তুমি ঘুমের চোখে দাও গো হানা
মায়া মাখা শব্দ কথায়,
প্রেমের ডোরে আটকিয়ে দেবো
লিখার শব্দ সৌখিনতায়।

তোমার পরশ মাখা ভালোবাসায়
ভিজেছি সুর ছন্দে আমি,
আমার ঘুমের স্বপ্নটা মুহুর্তে স্তব্ধ
তোমার অপেক্ষাতে আমি।

আমার কথার পিঠে জমছে কথা
ছুটছে জীবন ভুলে ভীষণ্ণতা,
মেঘলা বিকেল আঁধার ঘনিয়েছে
এই জীবন একলা অবসরে।