আপনার খোঁজে- ১ (২৫৭৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০২-০৮-২০২৪ ইং
==================  
সুপ্ত মনে রাখছি যাহা চেঁপে
সত্যি নাকি মিথ্যা তাহা,
বিবেক দিয়ে পরিমাপ করছি
আসল নকল নাকি যাহা।

আমার মনের সুখ খূঁজতে গিয়ে
দেখছি জ্বালায় তারা বুক,
আয়নার ছবি ধরতে গিয়ে দেখি
তারা কেড়ে নিয়েছে সুখ।

শিশির বিন্দু হাসে শুকনো পাতায়
মরুভূমি জ্বলে পুড়ে আগুনে,
নীরব শব্দগুলো স্নায়ুপথের বাঁকে
লজ্জায় মরে তেলে বেগুনে।

পথের ধুলি কনায় যোজন লিখি
আকাশ কুসুম স্বপ্নের খেলা,
আমাকে আমার চেনার জন্যই
বাজেট কতশত নিশি বেলা।

দুঃখ সরিয়ে সুখের নাগাল পেতে
দিনরাত কত চলছে অভিযান,
সোহাগের আদরের ভালোবাসায়
কলহ-দ্বন্ধে করছে অভিমান।