অন্তরঙ্গ বন্ধু (২৭১৯তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২১-১২-২০২৪ ইং তাং
===================
অন্তরে জ্বলতেছে বহ্নিশিখা
বাহিরে ঢালিস না পানি,
মনটা সদা ভালো হয়ে যাবে
স্বাক্ষাত মিললে জানি।
সাক্ষাৎ যদি দিতে না পারিস
তোরা সব চলে যা দূরে,
এখন যদি মরতে হয় মরবো
প্রেমের আগুনে পুড়ে।
উড়ার জন্য পাখা যদি দিত
যাইতাম মহাশূন্যে উড়ে,
বন্ধুর অবস্থান যেথায় হোক
হাজার লক্ষ মাইল দূরে।
হয় দ্যদি দেশ বরফের রাজ্যে
আটলান্টিক সাগর পাড়ে,
বন্ধু যদিও সাথী ছেড়ে সেথায়
এখন সুখের সংসার করে।
বন্ধুর জন্য আজ এই অভাগার
সদা সর্বদা ঝরে আঁখিজল,
বরগুনার ওই এম বালিয়াতলী
মনসাতলী তার জন্মস্থল।