আনাগোনা (২৫৬৯ তম)
এম,এ,সালাম (সুর ও কবি)
১৭-০৭-২০২৪ ইং
==================
মনটা জুড়ে আসন গেরে
বসে আছে কালোমেঘ,
বরাই ফুলের বিশ্রী গন্ধে
হারিয়ে ফেলি ভাবাবেগ।
কি জানি কি বলতে চাচ্ছি?
এই মুহুর্তে ভুলে গেছি,
কষ্ট ক্ষোভে পুড়ছে হৃদয়
তবুও বলি ভাল আছি।
কয়টা শত্রু উঁকি মারছে
দাঁড়িয়ে খোঁজে রাস্তা,
ফাঁক পেলে রাত্রী বেলায়
ভরবে নাকি ওই বস্তা।
টর্চ মেরে দেখতে পেলাম
মনোশত্রুর আনাগোনা,
কখন জানি বিপদ আসে
তা নেই যে জানা শোনা।