আমও গেলো ছালাও গেলো(২৩১৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৯-১১-২০২৩ ইং
=====================
বেশি বাড়াবাড়ি ভালো নয় যে
দলিল পিটার ডি হাস,
মীর জাফরের ভুমিকা অভিনয়
বাড়াবাড়ি করে কি চাস?
আমও গেলো ছালাও গেলো
গেলো আমীরের সম্মান,
অতিরঞ্জিতের কারনে গেলো
কিছু মানুষের জান মান।
লোভিষ্ঠ নিয়োগে অর্থ গেলো
কাজে আসলো না কিছু,
এমন কিছু অনৈতিক কর্মেই
ইন্ধনকারীরা নেই পিছু।
মুখ থুবড়ে পড়ছে ইন্ধনকারীর
সুন্দর বদন হয়েছে কালো,
বড় বড় কথার বদনখানা যে
বন্ধু,কোথায় রাখবে বলো।
দেশের জনগন ক্ষমতার উৎস
রয়েলবেঙ্গল ভয় পায় না,
আফ্রিকার ওই সিংহ মশাহয়কে
বাংলার মানুষ ভয় পায় না।
ওই বাড়াবাড়িতে আমও যাবে
যাবে সেলাই করা ব্যাগ,
দেশের জনগন টাটা দিবে যে
করবে আজীবনের ট্যাগ।