আমলা আর কামলা (২৭৬৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৫-০২-২০২৫ ইং তাং
*****************************
আমলা আর কামলা এক নয়রে
আমলা সরকারের অংশ,
কামলা হলো সরকারেরর চাকর
আমলার নির্যাতনে ধ্বংস।

সরকারের আমলা তাদের কামলা
ব্যবধান শুধু জিরো হিরো,
পার্থক্যের তুলনায় আকাশ পাতাল
শুধু আট আটাত্তর বড়ো।

আমলার মাধ্যমে সব আইন করিয়ে
ফাইন করে ওই কামলাদের,
নির্যাতনের স্ট্রীম রোলারে পতিতো
শুধু বেসরকারি শিক্ষকদের।

আমলাদের দ্বারা কমিশন গঠন করে
মহার্ঘভাতার সুপারিশ করান,
অর্থ উপদেষ্টা বলে আমি তো জানিনা
পরিণামে দ্রব্যমূল্য শুধু বাড়ান।

নির্দেশ দাতা ও হুকুমদাতার নির্যাতনে
কামলার জীবন প্রদীপ নিভু নিভু,
শুধু কামলার উপর আইন ফাইন করে
কামলাদের জীবন করেন কাবু।

দেশের আমলারা সব সরকারী লোক
কামলারা নাকি হুকুমের গোলাম,
কামলার দ্বারা সকল কাজ করালেন
তবু বলেন আমরা কি যে পেলাম।