আমিই আমি(২৪৬৬ তম)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
০৫-০৪-২০২৪
==================
আমি একও নই,শূন্যও নই
পাঁচ দশের মত মান,
আমি গরীব নই ধনীও নই
সামান্য মধ্যবিত্তবান।

আমি মুর্খ নই,উচ্চশিক্ষিত
আছে চলার মত জ্ঞান,
আমি সৃষ্ট জীবকে ভালবাসি
সবারে দেই মান সম্মান।

আমি সত্যকে মিথ্যা বলি না
হয়ত: ভুলকে বলি ভুল,
কোন লোভ লালসায় পরে
স্বার্থে  টলিনা একচুল।

মনের খুশীতে সবাকে নিয়ে
আনন্দে ফুর্তিতে কাটাই,
যত সামাব্যতে সন্তেষ্টু থাকি
হাতে নিয়ে ঘুড়ি লাটাই।

ফুলের শোভাতে সুবাস খুঁজি
অলিতে মধু পেলেই খুশি,
চাঁদের মাঝে কলঙ্ক থাকুক
জোৎনাকে ভালোবাসি।

আমায় সবে যাতে মনে রাখে
আমি করব এমন কিছু,
এমন কিছু করে যেতে চাই
মন স্বার্থে হটে না পিছু।