আমার স্বাধীনতা (২৭৭৮তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৮-০২-২০২৫
==================
স্বাধীনতা মানে নতুন প্রেরণা
বাঙালির নতুন কিছু শিখা,
স্বাধীনতা মানে হিংসা ভুলে
দেশ প্রেমের কবিতা লিখা।
স্বাধীনতা মানে নিজ কথাটি
সদা মন-প্রাণ খুলে বলা
নিজের ইচ্ছেতে বাংলাদেশে
স্বাধিকার নিয়ে পথচলা।
স্বাধীনতা মানে কুরান হাদিস
ও রামায়ণের কথা কলি,
সাম্যের পথে জয়গান করো
অহিংসা মিলনের পদাবলী।
স্বাধীনতা মানে ওই দূর গগনে
খুঁজে পাওয়ার সদুত্তর,
স্বাধীনতা মানে ভোরের সূর্য
গোলাপের ফুলের ভোর।