আমার অধিকার -১ (২৬৮৭তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৯-১১-২০২৪ ইং তাং
***********************
এই ব্যস্ত ধরার চারিদিকে শুধু ভয় আর ভয়
হররোজ চলছে নৃশংস হত্যা প্রকাশ্যে নির্দয়।
রোজ,নীরহ মানুষ অসম্মনে অধিকার হারায়
জুলুমবাজের অত্যাচারে দেশ হতে তাড়ায়।
মানুষ নামের দু:সাহস যারা কলঙ্ক বুক ভরা
হস্ত যাদের রক্তিম আভায় রাঙ্গিয়ে দু:খ ভরা।
আজ সত্যি করে বলতে গেলে দেশ দিশেহারা
নিত্য নতুন নেতা বদলিয়ে করে যে ঘরছাড়া।
কি করবে কি ভেবে পায় না অমানুষের দল?
ছোট বড়দের তাড়াতে গিয়ে হয় নায়ক খল।
ধৈর্য ধারণ করে মানুষ ন্যায্য অধিকার পেতে
রাম রাজাত্বের যাতাকল হতে পরিত্রাণ পেতে।
নিত্য পন্য ন্যায্য দামে কেনার অধিকার হরণ
কেমন করে এই নেতাদের সাধারণ করে বরণ।
দেশের কথা মানুষের কথা আজ ভাবেনা যারা
আজ ব্যস্ত তারা দেশ হতে সব শত্রুদের তাড়া।
ওদের মাথে দোষ দিয়ে যাও অযোগ্য বলে শুধু
তোমরা তবে নপুংসক ভীতুক মূল্য বৃদ্ধির যাদু।