আমার অধিকার (২৬০৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৮-০৮-২০২৪ ইং
================
আমার অধিকার কাহার কাছে
কেহর কি আছে জানা?
ন্যায্য হিস্যা দিতে কেন গড়িমসি
তাতে এতো কেন মানা?
এই স্বাধীন দেশে স্বাধীন ভাবে
কেন নেই অধিকার বাঁচার?
ন্যায্য বিচার চাইলে অবিচার
কেন হয় না সঠিক বিচার?
হায় অধিকারের অধিকার কি
নেই আর স্বাধীন দেশে!
কেহর নিজের অধিকারের প্রশ্নে
আবার যেতে হয় ফেঁসে?
আমার অধিকার হাট বাজারের
নাকি টাকায় কেনা পন্য,
সকল প্রভাব প্রতিপত্তি কেন রয়
তবে ওই প্রভাবশালীর জন্য।
বঞ্চিতদের অধিকার চাইতে গেলে
স্বভাবের অধিকারে দোষ,
ক্ষমতাবানদের কাছে করতে হয়
জুলুম অন্যায়ের আপোস।
সত্য ন্যায়ের ভালো কথা এখন
মনে মনে মুখে বলা পাপ,
আজ কেমন দেশে বাস করি যে
মিত্যার বিচারে পাপে মাফ।