আমার কিপটে স্বামী (২৭৯৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০১-০৩-২০২৫ ইং
===================
কিপটে মানুষ অনেক দেখেছি
আমার স্বামীর মত কেউই নয়,
কৃপণের মত টাকা মজুদ করে
সে সদা লবন দিয়ে ভাত খায়।

ইলিশ মাছ খেতে মনে চাইলেই
সে মাছ কিনে ঝুলিয়ে রাখে,
মাছের ছায়ার চাডা মেরে সে
মাছের স্বাদ গরোস পুরে মুখে।

কিপটে স্বামীকে ঝাঁটা মেরে ই
বাপের বাড়িতে ছুটে চলছি,
এমন কিপটের ঘর করুম না
কষ্টে পিতা মাতার কাছে বলছি।

কিপটে স্বামী বলে বেড়ায় নাকি
স্ত্রীর বায়না ছিলো শুধু আয়না,
ছেড়ে গিয়েছে বেশ ভালো হয়েছে
তৈরি হতে হবে মেইড ইন চায়না।

স্বামী পেটে না দিয়ে টাকা জমায়
শরীর শ্রী হলো একদম কাবু,
পরাণ বাঁচাতে গেলো চিকিৎসায়
যক্ষের ধন নিলো ডাক্তার বাবু।

স্বামী গেলো তাকে ফেরৎ আনবে
সে কিপটেমি করবে না আর,
রাগ ভাঙ্গিয়ে হিল্লে করে তাহাকে
ফিরিয়ে পুনরায় করবে সংসার।