আমার জিজ্ঞাসা (২৭২০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২২-১২-২০২৪ ইং তাং
======================
ভারতের সাথে ভালো সম্পর্ক
বাংলার লাভ নাকি ক্ষতি?
সম্পর্কটা ছিন্ন করলে ভাবুনযে
দেশের কোনদিকে গতি?
বাংলাদেশ কিছু আমদানি না
করলে ক্ষতি হবে না বেশ?
রপ্তানি করলে ও বাংলাদেশে
উপকারের নেই যে শেষ।
আমদানি না করলে এদেশেই
উৎপাদন বাড়বে দ্বিগুন,
মালামালের দাম নাকি বাড়বে
জনগণের অন্তরে আগুন।
নিজের পায়ে নিজে দাঁড়াবে
কালোপথ হবে নাকি বন্ধ,
রেমিট্যান্স বেড়ে দ্বিগুন হবে
বিদ্বেষীরা বুঝে ভাল মন্দ।
মেধাবীরা চরম ভারত বিদ্বেষ
বলছে বর্তমানে কষ্ট হলে,
ভবিষ্যতে যে কত লাভ হলে
ওই দেশপ্রীতিরা যে বলে।।