আমার এ তরী (২৮০৪ তম)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
১৬-০৩-২০২৫
===================
আমার এই সুন্দর তরীখানা
সদা শ্বাস-প্রশ্বাসের বলে,
শ্বাস টানে আর নি:শ্বাস ছাড়ে
তাতেই প্রাণ সঞ্চারে চলে।

ইড়া,পিঙ্গলা যাচাই বাচাই করে
সুষুম্নাতে ধীরস্থির হয়,
তখন আমার এই দেহখানাতে
সৃষ্টির হাজারো কৃপা পায়।

দেহের সাধন ভজন সিদ্ধ হলে
শরীরে ইচ্ছা শক্তি বাড়ে,
সৃষ্টির নেয়ামত সঞ্চার করিলে
ইচ্ছে শক্তি বৃদ্ধি হতে পারে।

দেহে দমের কাঠামো সরুপথে
প্রতিদিন অজপা মন্ত্রে,
লোভ ত্যাগ করে তরীর খাদ্য
প্রবেশ করাও মূল অন্ত্রে।

সাত টি ভাগেই সাতটি গ্লান্ড
দেহে সাধন জাগ্রত হবে,
সকল আশা ভরসার সৃষ্টির
জগতে পরম আত্মা যবে।