আমার ডায়েরি (২৫৭৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০১-০৮-২০২৪ ইং
===============
কোথায়,কেমন কত সুখে আছ ?
আমি পাইনি তোমার খোঁজ,
অগোছালো নানা বর্ণ,শব্দগুলো
হেকমতে গোছাই রোজ রোজ।
কাগজ কলম নিয়ে চেষ্টা করছি
বর্ণ শব্দ মিলিয়ে একটু লেখার,
এলোমেলো থাকলে বুঝবে কি?
তুমি ছাড়া ভুল নেই যে দেখার।
তুমি রোজ নিশীথে চিন্তা করো
আমার শব্দের বিশৃঙ্খলা নিয়ে,
কোন সুর ছন্দে মিলিয়ে দিবে?
ভুলের বৈষম্যগুলো রুপ দিয়ে।
সকালে নতুন দিনের বাস্তবতা
বর্ষনে নাকি রোদ্দুরে ঝলমল,
কেবল আমার খাতায় কাটাকুটি
মনে আসে না নতুন শব্দবল।