আমার বিজয় (২৭১৪ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৬-১২-২০২৪ ইং তাং
=================
বিজয় মানে একাত্তরের ষোলই ডিসেম্বর
লক্ষ শহীদের বিনিময়ে দিনটি অনারম্ভার।
জীবন ও সভ্রম দিয়ে এনেছে বিজয় ঘরে
বিজয়ের পতাকা উড়েছিল পত পত করে।
মা-বাবা হারানোর শোকের মাতাম চলছে
অপর দিকে বীর বাঙালি জয় জয় বলছে।
স্বাধীনতা একাত্তরে নতুন করে কিছু নয়
ষোলই ডিসেম্বর বাংলাদেশে শুধু বিজয়।
বিজয় তো বীর মুক্তিযোদ্ধার জীবন দান
পাক হানাদারদের থেকে বাংলা শুভক্ষণ।
শকুনের দল মায়ের সভ্রম খায় ছিঁড়ে ছিঁড়ে।
বিনিময়ে বিজয় মিছিল বাংলার ঘরে ঘরে।
বিজয় তো বীর বাঙালির রাজাকারের নয়
নয় মাস যুদ্ধ করেই পাক বাহিনীর পরাজয়।
পারা ফল খেয়ে যারা বলে পারছি নতুন করে
তাদের জন্ম বলতে হবে ওই বেজন্মাদের ঘর।
বিজয়ের দিনে শপথ করি বীর বাঙালি জাতি
একতাবদ্ধ থাকলে জাতি করবে না কেউ ক্ষতি।