আমার প্রতিবাদ (২৪৪৫তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৫-০৩-২০২৪ তাং
===================
আমার এই প্রতিবাদের সুর
আধ মরাদের প্রাণ কাড়ী,
শত্রুরা সব শাবল,কাস্তে,কুঠার
ছন্দ বিহীন কবিতা তারি।
আহা মধ্যরাতে বপুর তাড়নায়!
শিশুরা যখন কেঁদে উঠে,
এই পৃথিবী নির্জীবতা হারায় শূন্য
খাবার যদি নাইবা জুটে।
অকাতরে বহু জীবন বিলিয়েছে
অধিকার ও সত্য কথা বলে,
কত যুগের পর যুগ পার হয়েছে
ওই ক্ষমতাবাদীর যাঁতাকলে।
উচ্চস্বরে স্লোগান মিছিল মিটিং
তাতে হয়েছে আকাশ ভারী,
পথেঘাটে খাল নদীতে মানুষ মরে
মুচকি হাসে ওই অত্যাচারি।
ঘোষণা আমার আর নয় মোটেও
কুঠার হস্তে কঠোর হয়ে,
শাবল মারো তাদের মাথা মগজে
খেলছে যারা বিশ্ব লয়ে।