আমার লক্ষী জামাই (২৭৮৯ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২৭-০২-২০২৫
=================
জীবন আমার ধন্য হলো
স্বামীর আদর পেয়ে,
কত নারী আফসোস করে
আমার দিকে চেয়ে।
স্বামী আমার লক্ষী জামাই
সেরা সকল জামাই হতে,
স্বামী যদি ভালো না হয়রে
নারীর জীবন কেল্লাফতে।
টাকা পয়সা সোনা দানায়
কোন সুখ-শান্তি নাই,
মনের শান্তি অন্তরে থাকে
জেনে রেখো ভাই।
প্রকৃতির নিয়মে বাবা মায়ে
আমায় দিছে বিয়ে,
আমি মহা সুখে বাস করছি
সোয়ামিরে সংগে নিয়ে।
স্বামী সন্ধার পড়ে আসে ঘরে
করিয়া দিনের কামাই,
একত্রে এক প্লেটে খেতে বসি
আমি আর লক্ষী জামাই।
রিকশা ওয়ালার বঊ আমি
সুখের সীমা নাই,
আদর করে দেয় আমারে
আমার লক্ষী জামাই।