আলামত (২৫৬৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৬-০৭-২০২৪ তাং
============
ঘন ঘন মসজিদ হইবে
হইবে মুসল্লীর সংকট,
মুসুল্লীরা ঝগড়া করেই
করবে নামাজ বয়কট।

এলেম কালাম আখেরী
আলেম হবে বাড়ী বাড়ী,
মুখে শুধু কোরান হাদিস
মন দুনিয়ার লোভে পরি।

ভাই রাখবেনা ভাইর মান
এক বাপেরই দুই সন্তান,
এক ভাই,আরেক ভাইকে
করবে না শ্রদ্ধা সম্মান।

দানে বরকত উইঠা যাইবে
ভন্ডরা যে ক্ষমতা পাইবে,
রাস্তা ঘাটে হিজাব খুইলা
নারীদেরকে হাটতে হইবে।

কেয়ামত  ঘনিয়ে আসবে
বান্দীর পেটে সন্তান হইবে,
নিজের জমিন পরে রইবে
অন্যের জমিন চাষ হইবে।

পীরে টিপবে ভক্তের পাও
দেশের লোক দেইক্কা যাও,
লোভে পাপ নয়রে মুক্তি
দোযগ হইবে আসল শক্তি।

শোনরে ভাই সব মুসলমান
যদি ঠিক রাখতে চাও ঈমান,
কোরান হাদিস মত চললে
প্রভু দিবে তোমার সম্মান।