এখন কেমন লাগছে?(২৩৮০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১০-০১-২০২৪ ই
================
চেষ্টায় কোন ত্রুটি করেনি
      তবুও মসনদ ফসকে গেল,
কি হলো আজ ভাবুন সবে?
     ওই জনগন কেড়ে নিলো।
আমার তোমার কোন ব্যক্তির
     একার নেই ক্ষমতা রাখার,
সকাল বেলার রাজা যে তুমি
     সন্ধায় কি ছিলো দেখার।
বন্ধু মসনদ তো চিরস্থায়ী নয়
    তুমি  আঁকড়ে ধরে রাখবে,
মসনদ যে ভেঙে যেতে পারে
  তুমি চেয়ে চেয়ে শুধু দেখিবে।
গাছ শিকর গাড়লেও উপরে
  ফেলার ক্ষমতা কেহর আছে,
যতই তুমি টাল বাহানা করো
   বুঝবে বাবার বাবা আছে।