অগ্রাধিকার (২৫৭০ তম)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
১৮-০৭-২০২৪ ইং
======================
অগ্রাধিকার মানে আলাদা সুযোগ
সরকার আইন করে দিছে,
কোটার কারণে বেকার শিক্ষিতদের
সব অধিকার কেড়ে নিছে।

দেখুন বাবার কোটায় সন্তান খাবে
সন্তানের কোটায় খাবে নাতি,
নাতির কোটায় আবার পুতি খাবে
উপোষ থাকবে বঞ্চিত জাতি।

পোষ্য কোটার ভুক্তভোগীরাও নাকি
এই স্বাধীন বাংলার জনগন,
তাই বলে  সেথা সাধারণ জনগনের
নেই এই দেশে কোন সম্মান?

দেশের প্রতিতো সব জন সাধারনের
সমান সুযোগ অধিকার আছে,
বেকার সন্তানদের আর কষ্ট দিয়েনা
কোটার যাতাকল মারছে পিষে।

ছাত্র ছাত্রীরা লেখাপড়া ছেড়ে দিছে
যাতে অন্ধ হয়ে যাবে জাতি,
ভবিষ্যতে হয়তো: এইদেশ চালাইবে
বীর মুক্তিযোদ্ধাদের নাতি।