আগমনী সুর (২৬৫৩ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৬-১০-২০২৪ ইং
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
আকাশ হাসে চাঁদের আলোয়
ধানের ডগায় হাসি,
তরু,ধানের শীষে শিশির বলে
হেমন্তের ভালবাসি।
হেমন্ত সকালের সুখ সুবাসে
শিউলি ফুল ফুটে,
কাশের বাগানে সমীরণ বহে
সাদা মেঘ যে ছুটে।
গাছের শাঁকে পাখি গান করে
স্নিগ্ধ ভোরের আলো,
অপরূপ শোভা মনোরম প্রভা
ফুলের শোভা ভালো।
আকাশে সূর্য্যি মামা উদিত হয়
কুয়াশার চাঁদরে ঢাকা,
ছুটছে পাখি ফুটছে ফুলকলি
পথ মানুষ ছাড়া ফাঁকা।
কবিতা লিখি সুর ছন্দের ঝঙ্কারে
আলোড়ন তুলে মনে,
প্রেমিক প্রেমিকা নদীর কিনারায়👭
ভাটিয়ালি গান শুনে।