এ্যাক্টিব মিটার (২৫৯৫ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২০-০৮-২০২৪ ইং
=================
বৈষম্য বাড়লে না কমলে
কেউ বলতে পারেন?
টপাটপ করে পদত্যাগ হচ্ছে
কেন চাকুরীটা ছাড়েন?
শিক্ষার্থীরাই নিয়ন্ত্রণ করছে
শিক্ষালয়ের সব কর্মকাণ্ড,
প্রিন্সিপাল স্যারদের বানাচ্ছে
ওরা বাহ্যিক দৃষ্টিতে ভন্ড।
সত্য কথা বলতে না পারলে
স্বাধীন কথাটার অর্থ কি?
স্বাধীন মানে যা করবে দেখুন
প্রতিবাদের দরকার কি?
বৈষম্য দূর করার লাই করছে
মেধাবীরা আন্দোলন,
বৈষম্য পূর্বের তুলনায় বেশী
বলে করেছে আস্ফালন।
স্বাভাবিক ভাবে রি-অ্যাক্টেই
বৈষম্য স্কোর বাড়বে,
যারে ধরবে তারে কি আর
হিসেব না নিয়ে ছাড়বে।