আবার ও সেই পথে (২৪০০ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
৩০-০১-২০২৪ ইং
=====================
আবার ও মানুষ সেই ভুল পথে
সেই আঠেরোর মত হাটছে,
কি দেখাছে ওখানে মানুষের দল?
ওরা ভুল পথে পা রাখছে।
সুযোগ সন্ধানী সুযোগের নেশায়
সদা পাগল দেখে উৎফুল্ল,
ভালো মন্দের বেধ বিচার নেই
কে কি তারে হাসিতে বল্ল?
ওরা স্বর্নের দামে ছাই কিনে বলছে
হায়! কিনেছি মানিক রতন,
মাটির হাড়ি সোনার কলসি ভেবে
করে ঘষামাজা দিয়ে যতন।
আবারো সেই উচ্চ মূল্যের মাধ্যমে
মাটির হাড়ির দাম হাকবে!
কিনে এনে আবার মূল্যবান ভেবে
প্রিয় শোকেজ ভরে রাখবে।
মানুষ,করো মানুষকে নিয়ে ফানুস
ছাইকে ভাবছো হীরার খনি,
তোরাতো এখন উপনিত হয়েছো
এলাকার নিরক্ষরতার মনি।