আবছা চোখে (২৫৫৭ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৫-০৭-২০২৪ ইং তাং
=========================
যদি ভুলেও বলি আমাকে একটু ছুঁয়ে দেখো-
তবে কি এই হেতুবাদে আমি নষ্ট হলাম?
যদি বলি আমাকে ছোঁয়া যাবে না, চুমুর আদরে
তাতে কি আমি নদীর জলের মত পবিত্র হলাম।
আচ্ছা ধরো যদি কোন একদিন দু,জনে নির্জনে
হাতে হাত রেখে কিছু স্লময় হাঁয়ি তাতে কি তোমার
সাথে আমার মন দেয়া নেয়া হবে,হবে কি প্রেম?
যদি বলো না না প্রেম নয়, তখন কি বিরহ বইবে
অন্তরে? প্রেম আর বিরহ একই পাড়ায় বাস করে।
যদি বিরহের লক্ষন দেখা না দেয়, তবে গুঁড়িগুঁড়ি
বৃষ্টিতে ভেজা বিকাল আমাদের থেকে হারিয়ে যাবে,
আর যদি নষ্টের তিলক চিহ্ন পরো তবে কি নষ্ট তুমি
একা না সাথে আমায় এড়িয়ে যাওয়ার পথ আছে।
আমি নারী , আমার বক্ষ আঁচল যদি ওড়াই আকাশে
যদি দীপ্ত চোখে তাকাই সম্মুখপানে এবং শরীরের
আলত ভাঁজ আরো আচ্ছা করে উম্মুক্ত করে দেই-
যদি ওই সম সৃষ্টিকর্তা আঁকে এই নগ্ন পৃথিবীর রূপ
তখন আমি যদি অন্তরালে আবরণ যুক্ত হই তবে
কি দিলাম তোমায়,আমার প্রতি নিজস্ব স্বাধীনতা?
তখন হৈ হৈ রবে বলে উঠবে, আমি তোমার ভোগ্যপণ্য।
একটু মিনতিতে বলি কেন এভাবে আড় নয়নে দেখো?
আধার আকাশের লজ্জাহীন উম্মুক্ত জ্যোৎস্না রূপে
শুধু কি দেখো সতত অবলিলায় এক নষ্ট নারীকে?
তোমার আবছা নয়নে অথবা তোমার সংস্পর্শে আমি
আমার পবিত্রতার চরম সংজ্ঞা আমি লিখেনি কখনো
না লিখেছে সৃষ্টিকর্তাও, তবে তুমি কেন লিখতে চাও?