এ ব্যর্থতা কার?  (২৭০৮ তম)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
০৯-১২-২০২৪ ইং
*******************
স্বার্থ এখন ব্যর্থ হইছে
সাধারণ লোক বলছে,
বড় দাদোর অবস্থানটা
পূর্বের চেয়ে টলছে।

দ্রব্যের মূল্য আকাশ্চুম্ভী
স্বার্থের লক্ষন তুংগে,
সাধারণ লোক অতিষ্ঠ
আর্থিক সমস্যা ভুঙ্গে।


বিশ্বাস করে মেয়েটি
দিলাম ভাইগ্নার কাছে,
সেই ভাইগ্না এখন যে
মাচার উপরেই নাচে।

প্রকাশ্য জনগন কিন্তু
সরকারের দোষ বলে,
পরিস্থিতি খুবই খারাপ
এখন ব্যর্থ কাঁধে চলে।

ত্রানের পরিধিটা কমছে
এখন গরীব টের পায়,
দাদো,সরকারকে নিয়ে
দেশের মানুষ করে ভয়।

ছোডদার কিন্তু ব্যথা নেই
দেশ মানুষ সদা বলছে,
এমন মানুষ বিদায়েরই
প্রতিক্ষন শুধুই গুনছে।