শত্রুর নাম হল করোনা
ভাবছে সে তার চেয়ে আর কেউ বড় না।
আধুনিক প্রযুক্তি চিকিৎসা-বিজ্ঞান
তার দাপটের কাছে মনে হয় আজ ম্লান।
মানুষকে বানিয়েছে ঘোর প্রতিদ্বন্দ্বী
তার ভয়ে সকলেই আজ গৃহবন্দি।
একত্রে থাকাতেই বাড়ে ঝুঁকি, ভীতিটা
এ সময়ে তাই ঠিক ‘একা থাকা’ নীতিটা।
একা থাকা মানেটা কী একা থাকা মানে?
আজকাল সকলেই এটা ভাল জানে।
অন্যকে শারীরিক দূরত্বে রাখা
মনেপ্রাণে সকলেই কাছাকাছি থাকা।
মানুষ তো চিরদিন মানুষের তরে
কারো আছে সে ক্ষমতা যে আলাদা করে!
শিঘ্রই সবকিছু ঠিক হয়ে যাবে
অদৃশ্য শত্রু পালাবে।
(০৪ জুলাই’২০ তারিখের ‘সময়ের ছড়া’ দৈনিক ‘আমাদের সময়’)