যাচ্ছে ডুবে ফসল জমি সর্বনাশা বানে
ছুটছে মানুষ অনন্যোপায় এদিকওদিক পানে।
বানভাসিদের অবস্থা আজ ভীষণ ভয়াবহ
হরেক রকম বিপদ হানা দিচ্ছে অহরহ।
কোলের শিশু হালের গরু ঘরের বেড়া মাচা
যাচ্ছে ভেসে-সব হারিয়ে কঠিন তাদের বাঁচা।
সবাই মিলে ধৈর্য এবং সাহস নিয়ে বুকে
প্রকৃতির এই বৈরিতাকে দিতে হবে রুখে।
আমরা জানি বাঁচতে হলে করতেই হয় লড়াই
বন্যা ও ঝড় যতই আসুক আমরা কি আর ডরাই?
ভালবাসা সামর্থ্য আর হৃদয় যাদের আছে
চলুন ছুটে যাই দুখী ওই মানুষগুলোর কাছে।
তাহলে আর পারবে না এই সর্বনাশা বান
কেড়ে নিতে বানভাসিদের স্বপ্ন এবং প্রাণ।
** আমাদের সময় পত্রিকার 'সময়ের ছড়া' ২৫ জুলাই২০ তারিখে প্রকাশিত