মানবিকতাটা ঘুমিয়ে গিয়েছে
নয় সেটা বিস্ময়ের
মাদক নেশাতে ঘুমিয়েছে কিনা
এই ভাবনাটা ভয়ের
জাতিসংঘ তো পালন করছে
নিষ্ঠুর নীরবতা
বিশ্ব বিবেক ‘লাইফ সাপোর্টে’,
পারেনা বলতে কথা
নোবেল পদকে লেগেছে হাজারো
নিরীহ লোকের খুন
‘অং সান সুচি’ তবুও সেটাকে
যত্নে ধরে রাখুন
আপনাকে যারা নোবেল দিয়েছে
তাদের লাখো সালাম
তাদের পায়ের ধুলো নিতে চাই
যদি পাই নাম-ধাম
রক্তের নেশা অহিংসতার
চেয়ে বহুগুন দামি
কোথায় এখন আছে ‘বুদ্ধং
শরনং গচ্ছামি’
রুদ্র মূর্তি ধারন করেছে
মিয়ানমারের সেনারা
রণ-কৌশল শৌর্যে বীর্যে
যেন বা শ্রেষ্ঠ তেনারা!
বীর কারা জানো? যারা সশস্ত্র
শত্রুর সাথে লড়ে
মানবিকতার ঝাণ্ডা ওড়াতে
তারা বাঁচে কিবা মরে।
বিভেদে কি লাভ, কে হিন্দু কেবা
বৌদ্ধ মুসলমান!
ভাল করে দেখো সকলেই এক
ধরণীর সন্তান।
মৃত্যুর ভয়ে ভীত রোহিঙ্গা
আরো জোরে করো চিৎকার
অভিশাপ দাও এ সভ্যতাকে,
দাও গালি আর ধিক্কার।
বিশ্ব মোড়ল একাট্টা তারা
আশ্রয়টুকু দেবেনা
মৃত্যু তোমাকে নেবে তবু
জাতিসংঘ তোমাকে নেবেনা।
তোমাদের সব মৃত্যু তুচ্ছ,
দাম নেই ঐ রক্তের
পৃথিবীটা হল আপোষকামীর,
ক্ষমতাবান ও শক্তের।
**(‘মৃত্যু আমাকে নেবে, জাতিসংঘ নেবেনা’ কবি আবুল হাসানের এই লাইনটি পরিবর্তন করে এই কবিতায় ব্যাবহার করা হয়েছে)