ইলিশ বাজারে লেগেছে আগুন
দামটা বেড়েছে প্রায় দশগুন
শঙ্কা জেগেছে এ নববর্ষে
বিষাদ মিশেছে তাইতো হর্ষে।
বর্ষবরণ ইলিশ বিহনে?
বাঙ্গালি-মন, কি করে তা শোনে!
ধনীরা পান্তা-ইলিশ খাবেই
অগ্নি মূল্যে ভয় কিছু নেই
যদিও পান্তা তাদের টানেনা
ভুলেও সে কথা মুখেতে আনেনা
সোনামুখ করে পান্তাটা খায়
সামাজিকতার দাবীটা মেটায়।
কিন্তু গরীব, মধ্যবিত্ত
ইলিশ দোলায় যাদের চিত্ত
জোটাতে গিয়েই ইলিশ-পান্তা
বিপন্ন প্রায় তাদের প্রাণটা।