আমার কিছু দুঃখ আছে
একান্তই ব্যক্তিগত
বুকের কাছে গুটিসুটি
আপন হয়ে শুয়ে থাকে
মগজ-কোষে দিব্বি ব’সে
সিন্দাবাদের ভুতের মত
সুখগুলো সব শুষে নিয়ে
সর্বনাশের ছবি আঁকে।
দুহাত দিয়ে সজোরে সব
ছুঁড়ে ফেলি অনেক দূরে
বস্তা করে যেমন লোকে
অত্যাচারী বেড়াল ফেলে
ঠিক তারা সব ফিরে আসে
অচিন গলি পথটা ঘুরে
বুকের ভেতর হয় গুনিতক
তীব্রতর আগুন জ্বেলে।
হৃদয় থেকে সুখের শেকড়
উপড়ে নিয়ে এক মানবী
বিকৃত কোন আনন্দ পায়,
আনমনে উদ্বাহু নাচে
অন্তহীন এক রক্তক্ষরণ
মুছতে গিয়ে তার সে ছবি
বোকা ও নির্লজ্জ এ মন
ভুল করে কি তাকেই যাচে?