গাঁওগেরামের খুব সাধারন
ছিপছিপে এক পোলা
সবাই তাকে চিনবে জানি
নাম হলো মুস্তাফিজ
ক্রিকেট মাঠে যাচ্ছে ছুঁড়ে
তপ্ত লাভার গোলা
এই পৃথিবীর নয় সে যেন
ভিন্ন গ্রহের চিজ।
ক্রিকেটটাতো প্রিয় সবার
ছক্কা চারের জন্য
এ ধারনা পাল্টে দিলো
ক্রিকেটে পা রেখে
এখানটাতে সবার মাঝে
সে হলো অনন্য
মুগ্ধ সবাই তার গতি আর
কাটারগুলো দেখে ।
চার ওভারে পাঁচ উইকেট
সহজ কথাতো নয়
নিয়মিত এমনি অনেক
দেখাচ্ছে সে জাদু
বিশ্ব ক্রিকেট মাঝে সে
আজ অনন্ত বিস্ময়
মাঠ কাঁপানো সব বোলারের
আজ যেন সে ‘দাদু’।
বল দিয়ে সে যাচ্ছে লিখে
নিত্য নোতুন কাব্য
ব্যাটসম্যানরা তাকে নিয়ে
ভাবতে যে আজ বাধ্য
বলছে তারা “ ভাবছিতো রোজ,
অনেক আরো ভাববো”
কিন্তু কারো নেই যে তাকে
রুখে দেয়ার সাধ্য।
সুস্থ তাকে রাখতে হবে
সকল কিছুর আগে
তবেইতো সে কোটি প্রাণে
জ্বালবে আশার দীপ
কিন্তু যাতে দুষ্টু লোকের
নজরটা না লাগে
তার কপালে দাও পরিয়ে
একটি কালো টিপ।