(প্রয়াত মন্ত্রী সৈয়দ মহসিন স্মরণে)
    
তুমি নির্ভীক একাত্তরের সাহসী মুক্তিযোদ্ধা
লক্ষ জনতা নীরবে তোমায় জানাচ্ছে আজ শ্রদ্ধা
তোমার যা কিছু  মহান কীর্তি অর্জিত সফলতা  
হরণ করে তা নিতে চেয়েছে ‘হলুদ সাংবাদিকতা’  
ছোটখাটো ত্রুটি সবার জীবনে অল্পস্বল্প থাকে
নিন্দুক সেটা ফুলিয়ে ফাঁপিয়ে আরো বড় করে রাখে
একাত্তরের শহীদ স্মরণে তোমার কান্না দেখে
চোখের জলটা গোপন করতে জানিনা পারবে কে কে
এ জীবনে তুমি অনেক পেয়েছ কণ্টক জ্বালা, হুল  
অনেকের মত আমিও তোমাকে চিনতে করেছি ভুল    
খুব সোজা নয় কোটি জনতার মন এইভাবে জেতা
দেশে বারবার আসেনা এমন নির্লোভ বীর, নেতা        
দেহে বয়ে নিয়ে মুক্তিযুদ্ধে প্রাপ্ত ‘বুলেট ক্ষত’
এখন ঘুমাও চিরনিদ্রায় প্রকৃত বীরের মত ।