রক্তের দামে কেনা এ বাংলা ভাষাটা ছিল যে গর্ব
হতো প্রতিবাদ কখনো ভাষার সম্মান হলে খর্ব
অথচ এখন সেই ভাষাটাই হয়ে গেছে জগা খিচুড়ি
এ নিয়ে আমরা ভাবিনা তেমন খোঁজও রাখিনা কিছুরই
কেউ কি জানেন কোন ব্যাকরণে ‘বন্ধু’ হয়ে গেছে ‘মামা’?
বলছে মামারা করজোড়ে ‘এই অত্যাচার তোরা থামা ’
চিবিয়ে চিবিয়ে বাংলা বলাটা দাঁড়িয়েছে আজ ফ্যাশনে
‘র’ আর‘ড়’এর পার্থক্যটা শ’বার বুঝান, কে শোনে?
‘চন্দ্রবিন্দু’ যোগে অনেকে বলে সব কথা নাকি স্বরে
কেউ এ ‘বর্ণ’এড়িয়ে চলেন আধুনিকতা মনে করে
‘বাংলিশে’ চলে বাক-যুদ্ধ যতো এফ এম রেডিওতে
হচ্ছে এমন হামেশা নাটকে সংগীতে বা টিভি শোতে
মিশ্র ভাষাটা চলে বকুনিতে আদরে ও ভালোবাসায়
কেউ ফাঁকে ফাঁকে হিন্দি বলেন অফিসে এবং বাসায়
‘অস্থির’ ‘জোশ’ ‘চরম’‘জটিল’ শব্দগুলোর কি মানে?
হাল অর্থটা পাবেন না খুঁজে বাংলা কোনো অভিধানে
ভিন দেশি ভাষা শিক্ষণে নিজ ভাষার হয় উন্নতি
মিশ্রনে পায় দীনতা প্রকাশ তাতেই বিপদ ও ক্ষতি
আমিও চান্সে দিচ্ছি মিশেল ভাবছেন ‘‘সাহস কি!’’
ব্রাদার! সবাই খাচ্ছে এসব আমি দিলে তাতে দোষ কি!