ব্যাটে-বলে চলছে লড়াই ভীষণ জমজমাট
স্থানটা হলো জেড আহমেদ স্টেডিয়াম মাঠ।
ক্রমাগত হার ও জিতের পারদ ওঠে নামে
উত্তেজনায় দর্শকেরা কেউ কাঁপে, কেউ ঘামে।
কিন্তু একি তামিম আউট ! হায়রে কপাল পোড়া-
রিয়াদ আছেন ভয় কি সেতো লম্বা রেসের ঘোড়া।
ব্যাট ও বলে নাম্বার ওয়ান সাকিব-আল-হাসান
চ্যালেঞ্জ নিয়ে দলকে শেষে এই ছেলেটি বাঁচান।
বল হাতে রাবাডা, তাকে সাহস দেয়া দরকার
ক্রিজে আছে সামনে যে তার সৌম্য শান্ত সরকার;
ছক্কা ও চার মারতেই যার হাত করে নিশপিশ
খুব সাহসী এই পোলাটা আসলে ষ্টাইলিশ।
ছুটছে বোলার দ্রুতবেগে ব্যাটিংয়ে ডু প্লেসি
ভাবছে-‘এটা মুস্তাফিজ না? এবার তবে গেছি’
খুব মেধাবী ব্যাঘ্র নেতা মুর্তজা মাশরাফি
ঠাণ্ডা মাথায় দলকে চালায় নেয়না কোন চাপই।
ললাটে ভাঁজ, হাত মাথাতে ভাবছে হাশিম ভাই-
‘বদলে যাওয়া এই বাঘেদের কেমনে যে সামলাই ?’
জেতার জন্য খেলে হারো, কি আসে যায় তাতে
টাইগারেরা যাও এগিয়ে আমরা আছি সাথে।
গৌরবময় অনিশ্চয়ের খেলাই হলো ক্রিকেট
জিততে যারা লড়াই করে তারাই হলো ‘দি গ্রেট’।
( ** বাংলাদেশ-দক্ষিন আফ্রিকা তৃতীয় ‘ওয়ান ডে’ এর আগে লেখা )