কতকিছু ছাড়াই যে আমাদের চলে
জানতে পেরেছি এই করোনার ফলে।
ভাবলে অবাক লাগে এ কী কারবার!
চুলদাড়ি ছাঁটতে লাগে না বারবার।
গলির মোড়ের ওই চায়ের স্টলে
বুঝলাম-আড্ডাটা না দিলেও চলে।
বার্গার পিজাসহ নানা ফাস্টফুড
ছাড়াই জীবন জাস্ট গুড।
ঈদের শপিং ছাড়া করা যায় ঈদও
এবং অনুষ্ঠান পার্টি নানাবিধ।
দোকানের কেক আর হৈ চৈ ছাড়া
জন্মদিনও যায় আনন্দে সারা।
বুয়া না এলেও ঠিক উনুনটা জ্বলে
ঘর ঝাড়পোঁছ হয়, খাওয়াদাওয়া চলে।
বাহুল্য পরিত্যাগে নেই কিছু ক্ষতি
সামান্য বদলায় জীবনের গতি।
**দৈনিক 'আমাদের সময়' ১৮ জুলাই'২০ সংখ্যায় প্রকাশিত