লামিয়া,
তুমি যে অন্য কারও মানতেই পারি না।
সেই যে কবে কুমারী বেলায় শেষ দেখা,
ক্ষণিক অভিমানে গ্রাম ছেড়ে ছুটে আসি কর্ম ব্যস্ত শহরে,
অতঃপর তুমি আঁড়াল হলে।
কতো প্রতিক্ষায় প্রহর গুনেছি,
তুমি ডাকবে বলে,
কই, তুমি তো আর ডাকলে না?
অভিমানের পাথর বুকে চেপে তিলে তিলে পুড়েছি,
তুমি ডাকো নি।
অথচ উড়েছো ডানায় ভর করে,
যেটুকু সীমানা ছিল,
ঢের বেশী,
ভিনগ্রহে।
আমি নিরবে নিভৃতে কেঁদেই চলেছি আজও তিক্ত প্রতিক্ষায়,
কুমারী ভেবেই।
ভুলেও এসো না,
সম্মুখে অন্য কারও হস্ত কণ্ঠধরে,
আমার এ ভুল ভাঙাতে।
-সংশোধিত