এ বুকের পাঁজর তলে গহিন গহ্বরে,
শ্বেত লোহিত পাথরে, চেপে রেখেছি ভালবাসার এক গণ কবর !
দেখবে ?
তবে এসো,
নিশীথ নিশাচর হয়ে এ বুকের পাঁজর ছুয়ে।
না হয় এসো,
শিশিরস্নাত দূর্বাঘাস হয়ে,
না হয়,
নিশীথের নিঃসঙ্গ ঘাস ফড়িং হয়ে,
না হয়,
ঘন তিমিরের নির্বাক জোনাকি হয়ে।
দেখবে সেথায়,
ঠিক তোমার অবয়ব !
নিশাচরের মত বুভূক্ষু প্রেমের ভয়ার্ত হাহাকার,
স্মৃতির দূর্বাঘাস,
বেদনার নীল ঘাসফড়িঙ,
আর জ্বলে জ্বলে নিভে যাওয়া স্বপ্নগুলো,
ব্যর্থতার মাটি চেপে দিয়েছি ভালবাসার এক,দুর্ভেদ্য গণকবর।
-সংশোধিত