ওহ ! এসিতেও হিম হয়ে আসছি,
বাইরে হাড়কাঁপা যম শীত।
ওটা নাও তো গিন্নি,
সদ্য কিনেছি,
বেশ দামি, পুরো আর উষ্ণও বটে।
পোষা কুকুরটার নাকি সর্দিজ্বর ?
হবেই তো,
বেচেরা সারারাত জেগে জেগে পাহারা দেয়,
ওকে পরিয়ে দিও।
না হয় ওকে,
পাশের বেডের কম্বলটাতে রেখো,
ও তো আর,
রাস্তায় পরে থাকা ভিক্ষুকদের মত নোংরা খায় না !!
---০---