তুমি এসেছিলে একদিন, হেমন্তের সোনালী মাঠের বুক চিরে,
আবছা কুজ্ঝটীকায় লোচন পাপড়ি ভিজিয়ে।
আমি সর্পের পায়ে একেঁছিলাম নীল স্বপন,
ডুমুর পুষ্প বাসনা বিলাসী
অবুঝ ছিল মন।
ভুল করে যৌবন কলস হতে পিয়েছি অমৃত্য হেমলক,
আবেগের জাল ছিঁড়ে সেদিন প্রথম দেখা।
যুগ যুগ ধরে জমে উঠা একচিলতে ভালবাসা,
চাপাছিল নিরেট উপল খন্ডে।
তোমার আশ্লেষে পুষ্প হয়ে ফুটেছিল
উপল ভেদে।
মেঘলা গগণে মেঘ ফেঁড়ে উঠেছিল দীপ্ত শশী,
আমি মুুগ্ধ হিয়ে লুটেছিলাম তা,
কখনোই বুঝতে চাই নি,তা ছিল তোমার ধার করা জোছনা।
-সংশোধিত