তোমার ভালোবাসার সিঁড়ি বেয়ে, মৃত্যঞ্জয়ী স্বর্গরাজ্যে উঠবো
মৃত্তিকাভেদি উদ্ভিদ হয়ে
যেখানে থাকবে না কোন রাজার রাজত্ব মহামারি আর রক্তচোষা প্রাণ,
তোমার ভালোবাসার আলো, একজোড়া বালির স্বচ্ছ্রাবু প্রতিবিম্বতে
রঙিন করবে খুঁটিহীন ঘর।
সে রাজ্যহবে নির্জন এক বালায়াড়ি দ্বীপ।
যেখানে রাত নেই, দিন নেই,
শুধু ভালোবাসা।
সমুদ্রের নোনতা গর্জনশুনে পাঁজরে পাঁজর পিষে ঘুমিয়ে যাব
হাজার বছর পর সহসা জেঁগে উঠে বলবো, সকলটা তোমার
তুমি স্নান সেরে আসা ভেজা চুলের পরশ দিবে আমার মুখে।