আমি আজও বন্দি তোমার মনের আয়না ঘরে
এখানে নেই টর্চার সেলে ইনটেরোগেশন,
নেই ইলেকট্রিক শকওয়েভ,
নেই খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করা
নেই মুড়মুড়ে মেরুদণ্ড ভাঙার দুঃষহ যন্ত্রণা
তবুও ছোপ ছোপ অন্ধকারে হাতড়ে ফিরি তোমার আঙুল,খসখসে মুখ, রক্তাভ ঠোঁট
আর চোখের কোণে জমানো অবজ্ঞা মিশ্রিত প্রেম।
আমি আজও বন্দি তোমার মনের আয়না ঘরে,
নিথর কঙ্কালসাড় দেহে জীর্ণ নাভিশ্বাস নিয়ে বেঁচে আছি
তোমায়, শেষ একবার দেখবো বলে।
জানি না কোথায় আছো, তবুও মিথ্যে অপবাদ বুকে চেপে নরক যন্ত্রণা সয়ে সয়ে বেঁচে আছি তোমার প্রতিক্ষায়।
-রৌদ্র
পথের হাট, চট্টগ্রাম।