তোমার জলভেজা চোখের পাতা আমাকে অপরাধী করে
যেন ইনসেক্ট কিলারে পরে যাওয়া পতঙ্গের মতো নির্বাক ছিন্নভিন্নতা
আমি উন্মাগ্রগামী হয়ে যাই
কোষবদ্ধ তরবারিতে জং ধরার মতো।


কিভাবে এতো গুছিয়ে ভালবাসো আমায়,
সমুদ্র ঢেউয়ের মৈথুনে জমে উঠা সফেন পুলিনের মতো ?
কিভাবে এতো সূক্ষ্ম করে মিশে যাও আমার মাঝে
যেন জলের বিম্ব জলেতেই লয়।


তুমি কি ঋজু রেললাইনের স্লিপ নাকি সবংসহা মৃত্তিকা
আমার সদাদ্ধোত পেষণ, অর্ষমার বহ্নি নিঃশ্রিত চোখ
পুড়িয়ে যায় তোমার টসটসে দ্বাদশী ইন্দু মৃৎ।


তুমি উড্ডীন ঈগলের পাখনার মতো উড়িয়ে দাও ধুলির আস্তরণ,
মিশে যাও আমার মাঝে সমুদ্রজলে মিশে থাকা নুনের মতো,
তুমি মিশে যাও আমার মাঝে, যেভাবে দিনের আলোটুকু মিশে যায় রাত্রির গহীন গহনে।


"তোমার জলভেজা চোখের পাতা"
(রৌদীয় পরাবাস্তব সনেট)
17 ই বৈশাখ 1426 বাংলা
টঙ্গী,কলেজ গেট