মন চায় সারাটিক্ষণ তোমায় ভালবাসি,
আরও ভাল লাগে সখি,
তোমার মুখের হাসি।

তুমি হাসলে মনবাগানে ফুটে শত ফুল,
প্রেম বালিকা ছুটে চলে,
হৃদে তোলে দোল।

তুমি হাসলে থেমে যায় পাখির সব কলরব,
পু্ষ্পরাজি মৃদু পবনে,
ছড়ায় সৌরভ।

তুমি হাসলে হেসে উঠে মরমরে শুকনো পাতা,
আবেগের দ্বার খুলে লিখি,
শত শত কবিতা।

অজস্র কাব্যের ঝনঝনানি তোমার মুখের হাসি,
তাই তো তোমায় ওগো প্রিয়,
এতো ভালবাসি।

মৃতপ্রায় প্রাণে তুমি সঞ্জীবনী হাসি,
তাই তো তোমায় ওগো সখি,
এতো ভালবাসি।

চিরদিনই যেন অম্লান থাকে তোমার মুখের হাসি,
কভু যেন ওই হাসি,
হয় না সর্বনাশী।

-সংশোধিত