শিকল না হয় ছিঁড়েই দিলাম, যেথা যাবি যা,
যে ঘাটে তুই নাও ভিড়াবি,
সেথায় আমার না।
পায়ের পরে পা ফেলে, যে বাটে যাবি,
ধূলোর মাঝে তুলোর মতো,
আমার স্মৃতি পাবি।
কামের মাঝে না পেলেও, প্রমের মাঝে পাবি,
আঁখির নীরে বারেবারে,
আঁকবি আমার ছবি।
তুই কই যাবি বল?
মিছেমিছি আমার সাথে, খেলিস একি ছল ?
তুই কই যাবি বল?
মীন কি আর বাঁচে কভু, না পাইলে জল ?