শুরু করিলাম,
পরম করুণাময় আল্লাহর নামে,
অসীম অদ্বিতীয় যিনি  এ ধরাধামে।
কুরাইশগণ অভ্যস্ত যেহেতু্ শীত  গ্রীষ্ম সফরের,
অতএব, তাহাদের কর্তব্য কা'বা গৃহে ইবাদত মগ্নতায় রবের,
যিনি ক্ষুধায় দিয়েছেন তৃপ্ত আহার,
ভয় ভীতি হতে নিরাপদ সংহার।
---