জানি,
তিল তিল করে হারিয়ে যাচ্ছে দুটি পাখনার স্বল্প ক'টি পালক,
এখন আর উড়তে পারিনা আগের মতন ।
অজান্তেই খষে গেছে কতক পালক,
পাখনায় নেই আগের ঝটিকা পবন,
যাতে ভর করে উড়ে যেতাম দূর হতে দূর দিগন্তে ।
তুমি চলন্ত সেই ক্ষিপ্রবেগেই
অনেকটা ধূূূর্জটীর পিনাকের ন্যায় !
আমি যে আজ বড্ড ক্লান্ত,সবল পাখনাপূর্ণ জীর্ণ মরীচিকায় ।
কতো পথ উড়েছি তোমার সাথে,
কতো লাঞ্চনার অদ্রি গিরি অরণ্য ।
সময়ের প্রতিকূল বেগে খসে গেছে জীর্ণ পাখনার পালক,
মুখ থুঁবড়ে পড়ে আছি,
কোন এক উত্তপ্ত চৌচির ভূখন্ডে ।
আর তুমি........ ;
সময়ের বিবর্তনে আমাকে ফেলে মিশে গেছো দূর নীলিমায়।
আজ দূর পাল্লায় তোমার সনে,
অন্য সহচর।
আর আমি,
চৌচির ভূখন্ডে হেঁটে হেঁটে শুনি শুকনো মাটির মরমরে শব্দ ।
রচনাকালঃ ২৮/০২/২০১৫ ইং