সুখের রাজ্য হতে নির্বাসিত,
আজ এক যুগ হলো ।
দুখের দহনে জ্বলে জ্বলে হিরোশিমার মতো বিরানভূমি
মনের প্রান্তর।
পরাভূত কষ্টগুলোর নির্যাস চুঁয়ে জমেছিল একরাশ সুখ,
দুখের এভারেস্টের উপর ।
বিষাদিনী প্রিয়ার বিবহী দহনে প্রস্রবণ হয়ে বয়ে গেল তাও,
অক্ষির প্রান্ত চুমে।
নীরব প্রহসনে
বুক বেয়ে নেমে এলো বিরহী পঞ্চনদ ।
সুখগুলো ছিঁড়ে গেছে সীমান্তের কাঁটাতারে,
কুলশাখায় আঁটকে যাওয়া শৈশবের কাগজ ঘুড়ির মতো।
এখন আমি যেন এক চৈত্রদগ্ধ জ্বলন্ত ইটেরভাটা
আবেগের দাবানল পুড়েছে স্বপ্নকানন।
তৈলহীন মোষের গাড়ির চাকার মতো বিকট আওয়াজ তুলে
ছুটে চলেছি দ্বীধাহীন আমি,
সম্মুখে বিস্মৃতির ধূসর প্রান্তর।
জীবনের তিক্ত অভিজ্ঞতা চেঁটে মিটিয়েছি দুর্নিবার সংশয়,
বুঝে গেছি সুখগুলো সত্যিই বুঝি আমার জন্য নয়।

-সংশোধিত