সাধের জনম বৃথা গেল ব্যর্থ প্রতীক্ষা,
কেউ দিলো না একবিন্দু সুখ,
পূরিতে প্রত্যাশা।
তৃষ্ণার্ত এ চাতক মুখে, কেউ দিলো না জল,
কিঞ্চিত যারে আপন ভাবি,
সে ই তো করে ছল।
ঘুরেছি কত দেশে দেশে, কত শত নারীর দ্বারে,
সুখ দেখিয়ে খাওয়ায় সবে,
ছলনার পেয়ালা ভরে।
গেলাম কতো সাধুর দ্বারে, একবিন্দু সুখের তরে,
কেহ দেয়না প্রকৃত সুখ,
চক্ষু বুজে অহংভরে।
খাঁটি সুখ দিয়েছিল যে,সেজন দুখী মা,
স্রষ্টার টানে সেও চললো,
সুখ সইলো না।
সুখ সুখ করে বেড়াই,সদা মনে মনে,
মনের মাঝেই অসাড় ভরা,
মন খেয়েছে ঘূণে।
মনের মাঝেই দুঃখ গড়ার,অনন্ত কারখানা,
তবে কোথায় সুখ পাবো,
হয়ে জনম কানা।
ব্যর্থ হলাম জগতভ্রমে,সুখের অন্বেষণে,
প্রকৃত সুখ গুমড়ে কাঁদে,
মনের গহিন কোণে।
আপন ঘরেই হয়না আমার,স্রষ্টার আরাধনা,
তাই তো এ মনের মাঝে,
দুখেরই কারখানা।
-সংশোধিত