সে পথের মলিন দূর্বাঘাসে আজ ফুল ফুটেছে,
রুক্ষ মৃত্তিকাও স্যাঁতসেঁতে দূর্বা শিশিরে,
আমার পদের অস্তিত্ব সেথায় আজ বিলীন।

জমেছে লজ্জাপতীর বিস্তার,
পাশেই গহিন চোরাকাঁটার দুর্গম অরণ্য।
আলকলতার রাজত্ব সেই কুলবৃক্ষে, যারতলে হতো দু'জনার দেখা।
উঁইঢিবিতে ভরপুর সেথায়,
যেথায় বসে তোমার প্রতিক্ষায় কেটে যেত দুষ্কর সময়।
কখন আসবে তুমি,
মাকড়সার জাল ছেঁড়া প্রভাতে এ বাটের শিশির দলে দলে,
প্রতিক্ষীত চাতক নয়ন সন্তপর্নে চেপে যাবে তোমার কোমল হাত।
কখন ফুটবে ফুল হয়ে,
হৃদয়ের অন্তগহ্বরে চেপে থাকা শব্দবোমাগুলো।

অতঃপর দুর্বিষহ প্রতিক্ষার ক্ষণ কাঁটিয়ে ঝরতো কাছে পাবার বৃষ্টি।
কাঁজল আঁকা তোমার নয়ন দেখে দেখে,
দিনমনি প্রভা ছড়াতো,
আরও একদিন বেঁচে থাকার সাধ জাগতো মনে।

আজও বেঁচে আছি,
বেঁচে থাকার সাধ নিয়ে নয়,
স্রোতের মোহনায় ভেসে যাবার অতৃপ্ত প্রতিক্ষায়।
সে পথ আজ নিঃসঙ্গ একা,
কালের কলস ভেঙে ধুয়ে গেছে সব, বরফগলা নদীর মতো
একই গ্যালাক্সির ভিন্নকক্ষপথে দু'জনায়  এখন অর্নিবান পথিক।

-সংশোধিত